ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কে হবে ব্যালন ডি’অর বিজয়ী?

প্যারিসের থিয়েটার দ্যু শাঁতেলেতে সোমবার রাতে ঘোষণা করা হবে ইউরোপিয়ান ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরষ্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম। গত প্রায় এক যুগ ধরে এই পুরষ্কারটিকে একান্তই নিজেদের করে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

কিন্তু এর আগেই সংবাদমাধ্যমে জোরালো গুঞ্জন, ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিততে চলছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফাঁস হলো একটি তালিকায়। ছড়িয়ে পড়া এই ভোটিংয়ের হিসেব যদি সত্যি হয় তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা হবে না তিন নম্বর স্থানেও।

টুইটারে ফলাফল ফাঁস‌ হয়ে যাওয়ার তালিকা অনুযায়ী, ৪৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মেসি। ৩৮২ পয়েন্টে দ্বিতীয় ফন ডাইক। মজার বিষয় হলো, তিন নম্বরে নেই রোনালদো। পয়েন্ট মাত্র ১৩৩ নিয়ে তার জায়গা হয়েছে ৪ নম্বরে। রোনালদোর আগে ১৭৯ পয়েন্ট নিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন মোহামেদ সালাহ।

লিভারপুল কোচ জুরগেন ক্লপ বলেছেন, ‘‌যদি এই প্রজন্মের সেরা ফুটবলারকে পুরস্কার দিতে চান তাহলে এক নম্বরে মেসির নাম থাকবে। তবে গত মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম যদি বলেন তবে আমি ফন ডাইকের কথাই বলব।’‌

জুভেন্টাসের কোচ মরিসিও সারি বলেছেন, ‘‌ক্রিশ্চিয়ানো গত মৌসুমে ভাল খেলেছে। ওর দক্ষতা দিন দিন বাড়ছে। আশা করি ব্যালন ডি’‌অর সেই পাবে।’‌

 

 

আনন্দবাজার /এম.কে

সংবাদটি শেয়ার করুন