ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট নিয়ে মাশরাফির আগ্রহ মরে যায়নি: হাবিবুল বাশার

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ২০১৯ বিশ্বকাপের পর থেকেই আর মাঠে দেখা যায়নি। তবে আসন্ন বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরছেন ম্যাশ।

আগামী ১১ই ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। আর ঢাকা প্লাটুনের হয়ে এই আসরে মাঠে নামবেন মাশরাফি। ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

২০১৯ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে হয়তো মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু নিভৃতে থেকে নিজেকে আবারও মাঠে নামার জন্য তৈরি করেছেন ম্যাশ। যেটা দেখে কিনা মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, “মাশরাফির বোলিং সামর্থ্য এখনও শেষ হয়ে যায়নি। ফিটনেসটাই বড় ইস্যু। বেশ কয়েকদিন ধরে দেখছি ফিটনেস নিয়ে সে অনেক কাজ করছে। ওজনটাও কমিয়ে ফেলেছে। আমি নিশ্চিত যে মাশরাফি বিপিএলে ভালো খেলবে।”

তিনি আরও বলেন, “ক্রিকেট নিয়ে ওর আগ্রহ মরে যায়নি। সে এখনও ক্রিকেট খেলতে চায়। আর সে যখন খেলে নিজের সেরাটা দিয়ে সব সময়ই খেলতে চায়। এটাই হলো মাশরাফির সঙ্গে অন্য ক্রিকেটারদের পার্থক্য।”

“যারা তাকে দলে নিয়েছে তারা খুব ভালো সিদ্ধান্তই নিয়েছে। বাংলাদেশের জন্য এটা ভালো খবর কারণ বিপিএল শেষ হলে আরও সিরিজ আছে। সেখানে আমরা ফিট মাশরাফির দেখা পাবো।”

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন