আরও একটি দাপুটে পারফরম্যান্স এবং আরেকটি প্রত্যাশিত জয়। ব্যাটে-বলে বাংলাদেশের বাঘিনীদের পরিশীলিত পারফরম্যান্সের কাছে পাত্তা পেল না স্কটল্যান্ড। টানা তিন জয়ের পর এখন মূল লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
কমওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
আজ রবিবার কুয়ালালামপুরে সম্মিলিত বোলিং পারফরম্যান্সে স্কটিশ মেয়েদের স্রেফ ৭৭ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মুর্শিদা খাতুনের ফিফটিতে জয় ধরা দেয় ২৮ বল বাকি থাকতে।
৫ দলের এই বাছাইপর্ব থেকে শুধুমাত্র একটি দল সুযোগ পাবে গেমসের মূল পর্বে খেলার। বাংলাদেশের পাশাপাশি টানা তিন ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কাও। আগামীকাল সোমবার এই দুই দলের লড়াইয়ে বিজয়ী দল খেলবে আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড : ১৭.৩ ওভারে ৭৭ ( সারাহ ব্রাইস ২৯, ম্যাকগিল ২২; সালমা ৩-০-৯-২, সুরাইয়া ৩-১-১২-২, নাহিদা ৩-০-২০-৩, রুমানা ১-০-১৫-০, রিতু ৪-১-১০-১, মেঘলা ৩.৩-০-১১-২)।
বাংলাদেশ : ১৫.২ ওভারে ৭৮/১ (শামিমা ০, মুর্শিদা ৫০, ফারজানা ২০; ক্যাথরিন ব্রাইস ৪-১-১২-১, ম্যাকগিল ২-০-৮-০)।
ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ : মুর্শিদা খাতুন।
আনন্দবাজার/টি এস পি