ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ নিচে নেমেছে বাংলাদেশ

কাতার বিশ্বকাপের বাছাই পর্বে  গত ১৪ নভেম্বর ওমানের মাঠে ৪-১ গোলের বিধ্যস্থ হয় বাংলাদেশ। কোচ জেমি ডের দলের এই হারের প্রভাব পড়েছে ফিফার প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে। যেখানে আগের চেয়ে তিন ধাপ নিচে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বর্তমানে ৯১৫ পয়েন্ট নিয়ে ১৮৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে গত মাসে ৯২০ পয়েন্ট নিয়ে ১৮৪তম স্থানে উঠে এসেছিলো জেমি ডেরছেলেরা। ফিফার প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি আগের আবস্থানে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে।

তবে সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ক্রোয়েশিয়া। আর সপ্তম স্থানে নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শীর্ষ দশের বাকি তিন দল স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়াও রয়ে গেছে নিজেদের আগের অবস্থানেই।

এছাড়াও ইতালি দুই ধাপ ও জার্মানি এক ধাপ এগিয়ে উঠে এসেছে যথাক্রমে ১৩তম ও ১৫তম স্থানে। আর নেদারল্যান্ডস দুই ধাপ পিছিয়ে আছে ইতালি ও জার্মানির মাঝে।

 

আনন্দবাজার/এম.কে

 

সংবাদটি শেয়ার করুন