গত বছরের শেষ ছয় মাসে ফুটবল মাঠে বেশ ব্যস্ত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন বছরেও শুরু থেকেই আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়ার কথা ছিল ফুটবলারদের। চলতি মাসেই জামাল ভূঁইয়া-তপুদের খেলার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু সেই সফরটি বাতিল হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে নতুন বছরের প্রথম দিনেই বাফুফে জানিয়েছিল, বিদেশের মাটি থেকে আন্তর্জাতিক ফুটবলে খেলা শুরু করবে বাংলাদেশ। সূচি অনুসারে আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচ খেলার কথা ছিল।
নতুন বছরে জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিয়েছে বাফুফে। নতুন কোচের অধীনে খেলার অপেক্ষা আপাতত বাড়ল ফুটবলারদের।
২০২১ সালের মার্চে নেপালের কাঠমান্ডু থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই বছর মিশনটা শুরু হবে ইন্দোনেশিয়ার বালি থেকে।
আনন্দবাজার/ টি এস পি