আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে। মাঠের লড়াইয়েই তার প্রমাণ দিয়েছে বাংলাদেশি যুবারা।
টুর্নামেন্টের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে ১৫৫ রানে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় টাইগাররা।
আইচ মোল্লার দুরন্ত ফিফটিতে ৪৯.৫ ওভারে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৮২ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৮২ রানের দাপুটে এক ইনিংস খেলে আইচ মোল্লা। এছাড়া আরিফুল ইসলাম ৪০, রিপন মন্ডল ৩৯, অধিনায়ক রাকিবুল হাসান ৩৬ ও মোঃ ফাহিম ৩৩ রান যোগ করেন দলীয় স্কোরে।
জিম্বাবুয়ের হয়ে কনর মিচেল ৩০ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। দুই উইকেট পান ম্যাথু স্কনকেন।
বৃষ্টির কারণে জিম্বাবুয়ের লক্ষ্য কমে দাঁড়ায় ২৫৬ রান। তবে জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করেন স্টিভেন সল। এবং ২২ রান করেন তাসিঙ্গা মাকনি।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নেন নাঈমুর রহমান। এবং দুটি করে উইকেট পান আরিফুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মামুন।
আনন্দবাজার/ টি এস পি