পারফরমেন্সের ওপর ভিত্তি করেই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। চলতি বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স মোটেও ভাল যাচ্ছেনা। সাদা পোশাকের পাঁচ ম্যাচে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে আবার চার টেস্টেই ইনিংস ব্যবধানে হার।
তাই র্যাঙ্কিংয়েও উন্নতী হওয়ার কোন সুযোগ মেলেনি বাংলাদেশের। বরং র্যাঙ্কিং থেকে ৯ নম্বর পজিশনটা হারানোর আশঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর আর কখনোই র্যাঙ্কিংয়ে ৯ এর ওপর উঠতে পারেনি। এখন আবার সেখান থেকেও অধঃপতনের আশঙ্কা জেগে উঠেছে বাংলাদেশ।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার চোখ রাঙাচ্ছে সদ্য টেস্ট অভিষেক হওয়া আফগানিস্তান। শুধু মাঠের ক্রিকেটে তো বটেই, এখন র্যাঙ্কিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলার সুযোগ রয়েছে আফগানিস্তানের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের লখ্নৌতে আজ বুধবার (২৭ নভেম্বর) থেকে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামছে আফগানিস্তান। এই ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে তাদের রেটিং দাঁড়াবে ৭১ পয়েন্টে। আর তখন আফগানিস্তান র্যাঙ্কিংয়ে উঠে আসবে ৯ নম্বরে। অন্যদিকে বাংলাদেশ চলে যাবে ১০ নম্বর পজিশনে।
বর্তমানে টেস্ট খেলা ১২ দেশের মধ্যে রেটিং পয়েন্ট ৫৫ নিয়ে ১০ নম্বর পজিশনে রয়েছে আফগানিস্তান। তিন টেস্টে খেলা দুটিতেই জয় আফগানিস্তান। যার সর্বশেষ জয়টা আবার বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতেই!
ভারতের বিরুদ্ধে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশের বড় হার তাদের র্যাঙ্কিংয়ে কোন উন্নতি আনেনি। ৬০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আটকে আছে বাংলাদেশ। তাই লখ্নৌ টেস্টে মনেপ্রাণে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য কামনা করবে বাংলাদেশ।
আনন্দবাজার/এম.কে