গত তিন বছর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন। ওয়ানডেও খেলা হয়নি দুই বছর। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা মোহাম্মদ হাফিজ এবার সবধরণের ক্রিকেট থেকে ইতি টেনে দিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা আজ সোমবার সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন হাফিজ। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন ৪১ বছর বয়সী এই অলরাউন্ডার।
হাফিজ বলেন, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ১৮ বছর আগে শুরু করা দারুণ পথচলার আজ আমি আনুষ্ঠানিকভাবে ইতি টানতে চাই। অত্যন্ত গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি এবং ১৮ বছর ধরে যা খেলেছি, মর্যাদার সঙ্গে খেলেছি। মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমে আমি সবসময় পাকিস্তানের পতাকাকে চূড়ায় রাখতে চেষ্টা করেছি।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন হাফিজ। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালটি হয়ে রইল পাকিস্তানের জার্সিতে হাফিজের শেষ ম্যাচ।
আনন্দবাজার/ টি এস পি