হারের স্বাদ পেয়েছে স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ। রবিবার দিবাগত রাতে বছরের প্রথম ম্যাচে গেটাফের বিপক্ষে হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা। গেটাফের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের নবম মিনিটে গেটাফে এগিয়ে যায় এনেস উনালের গোলে। যা পরিশোধ করতে মরিয়া রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ চালায়। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত বছর শুরুর ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির শিষ্যদের।
এদিকে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। লুক ডি জং একমাত্র গোল করে মার্কোয়ার বিপক্ষে বার্সাকে জয় এনে দিয়েছেন ।
এই জয়ের মাধ্যমে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বার্সা।
অন্যদিকে, গেটাফের বিপক্ষে হেরেও শীর্ষেই রয়েছে রিয়াল। ২০ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থাকা সেভিয়ার সংগ্রহ ১৮ ম্যাচে ৩৮।
আনন্দবাজার/ টি এস পি