বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে নিউজিল্যান্ডের সংগ্রহ খুব বেশি বড় হতে দেয়নি বাংলাদেশি বোলাররা। এরপরে ব্যাটিংয়ে ইনিংসের শুরুটাও আশা জাগানিয়া হয়েছে বাংলাদেশের।
গতকাল শনিবার ম্যাচের প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আজ রবিবার তাদের বাকি ৫ উইকেট তুলে নিতে বাংলাদেশের লেগেছে ২০.৪ ওভার। আগেরদিনের স্কোরের সাথে আজ আরও ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয়েছে কিউইরা।
জবাবে মাঠে নেমে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩১ ওভার শেষে ১ উইকেটে ৭০ রান। ২২ রান করে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এদিকে তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় খেলছেন ৩২ রান নিয়ে। তিন নম্বরে খেলতে নেমে নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছে ১২ রানে।
আজ দিনের প্রথম সাফল্য পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশ দলকে। পঞ্চম ওভারের শেষ বলে রাচিন রবীন্দ্রকে সাদমান ইসলামের হাতে ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম।
সপ্তম উইকেটে মাঝারি প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিউই ব্যাটসম্যান হেনরি নিকলস ও কাইল জেমিসন। ৯৮তম ওভারে পরপর তিন বাউন্ডারি হাঁকান নিকলস। যার প্রথমটিতে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছে যান এই ব্যাটার।
তবে বাংলাদেশের অফস্পিনার মেহেদি হাসান মিরাজ বিপদ বেশি বাড়তে দেননি। ইনিংসের ১০০তম ওভারে বল করতে এসে তৃতীয় বলেই সুযোগ তৈরি করেন তিনি। তবে শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল জয় সেটি হাতে রাখতে পারেননি, বেঁচে যান জেমিসন।
বল হাতে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন শরিফুল ও মিরাজ, মুমিনুলের শিকার দুই উইকেট। সাদমান নেন ৪টি ক্যাচ। বাংলাদেশের দ্বিতীয় ফিল্ডার হিসেবে টেস্টের এক ইনিংসে ৪টি ক্যাচ নিলেন তিনি।
নিউজিল্যান্ড অলআউট হবার পর প্রথম সেশনে তিন ওভার ব্যাট করে বিনা উইকেটে ৫ রান করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও মাহমুদুল জয়। দ্বিতীয় সেশনেও দেখেশুনে খেলতে থাকেন দুই ব্যাটসম্যান।
নেইল ওয়াগনার আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাদমানকে ক্যাচে পরিণত করেন। আউট হওয়ার আগে সাদমানের ব্যাট থেকে আসে ৫৫ বলে ২২ রান।
প্রথম সেশনে বিনা উইকেটে ৫ রান করা বাংলাদেশ ম্যাচের দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৬৫ রান। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ২৫৮ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।
আনন্দবাজার/ টি এস পি