ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের পেসারদের চ্যালেঞ্জ নেওয়ার সামর্থ্য আমাদের আছে : মুমিনুল

টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার এই তিন পেসারে সাজানো নিউজিল্যান্ড বোলিং আক্রমণ আগে থেকেই ভয়ংকর। গত বছর ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ২৭ বছর বয়সী কাইল জেমিসন এই তালিকায় যোগ দেন।

নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ শেন জারগেনসন তো চার পেসারের এই বোলিং আক্রমণকে ওয়েস্ট ইন্ডিজ স্বর্ণযুগের পেস আক্রমণের সঙ্গে তুলনা করেছিলেন।

এই চার পেসারের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় নবীন ব্যাটিং অর্ডার নিয়েই কাল বাংলাদেশ সময় ভোররাত চারটায় খেলতে নামবে বাংলাদেশ দল।

আজ অধিনায়ক মুমিনুল হক ম্যাচ–পূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, ওদের পেস বোলিংই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে, নেওয়া উচিত।

তিনি বলেন, বিদেশের মাটিতে খেলার সময় মানসিকতাটা খুবই গুরুত্বপূর্ণ। উইকেট খুব চ্যালেঞ্জিং হবে- এ রকম চিন্তা করলে হবে না। আমার কাছে মনে হয় ব্যাটিং করলে ব্যাটাররা উপভোগ করবে, বোলাররাও বল করে মজা পাবে। প্রথম দিকে চ্যালেঞ্জ হয়তো একটু বেশি থাকবে। নিউজিল্যান্ডে সব সময় প্রথম এক-দেড় ঘণ্টা চ্যালেঞ্জিং হয়। সেটা শুধু নিউজিল্যান্ড না, সব জায়গায়ই থাকে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন