মাউন্ট মঙ্গানুয়ে বড় দিনের ছুটি কাটিয়ে আজ থেকে আবারও কঠোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এখন দলের সবাই পুরোপুরি সুস্থ আছেন।
আগামী ২৮শে ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বংলাদেশ দল। সে লক্ষ্যেই ভেন্যু বদলে মাউন্ট মঙ্গানুইতে পৌঁছেছে টাইগাররা। একদিন বিশ্রামের পর আজ রবিবার থেকেই শুরু হবে টানা দুই দিনের অনুশীলন।
মূল ম্যাচে ভালো করার জন্য অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালো করে ঝালিয়ে নিতে চায় মুমিনুল হকরা। এরপর আগামী জানুয়ারির ১ তারিখে আসল পরীক্ষা। এখানেই ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটা খেলবে টাইগাররা। এরপর ২য় টেস্ট খেলতে আবার ফিরে যাবে ক্রাইস্টচার্চে।
এর আগে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে পাঠানো হয় বাংলাদেশ দলকে। অনুশীলন বাতিল করা হয়। এরপর গত ১৯ ডিসেম্বর আরেক দফা করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। সেই পরীক্ষায় নেগেটিভ আসায় মাঠের অনুশীলনে নামার অনুমতি পায় তারা।
আনন্দবাজার/ টি এস পি