ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

ফরাসি কাপের ম্যাচে ফেইনিয়েস উলনোয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রবিবার রাতে এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলে জিতেছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ১-০ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ম্যাচের ৩০তম মিনিটে ফের পেনাল্টি। এবার আর্জেন্টাইন তারকা মাওরো ইকার্দি শট নেন। তার করা গোলে ২-০ গোলে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই।

বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে পিএসজি। ৫১তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের বাকি সময় আর কোনো গোল পায়নি দুই দল। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ের মধ্য দিয়ে ফরাসি কাপের শেষ ৩২-এ পৌছে গেছে পিএসজি। এ ম্যাচে স্কোয়াডে ছিলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু মাঠে নেমেছিলেন সার্জিও রামোস।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন