মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মাঠ মাতাবে ম্যানচেস্টার ইউনাইটেড

আগামী জুনে বাংলাদেশে আসবে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী জুন মাসে ইউরোপেরই অন্য একটি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ক্লাবটি। তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

আবু নাঈম সোহাগ বলেন, ম্যানইউ’র আসার বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ উপলক্ষে মঙ্গলবার ক্লাবটির প্রতিনিধি দল বাফুফে পরিদর্শনে আসবে। আর তাদের প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেইমার, এমবাপ্পেদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস অথবা লিওনেল মেসির বার্সেলোনা।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পূর্ণ হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরটিকে মুজিব বর্ষ ঘোষণা করে বিশেষ সব অয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে অনেকগুলো প্রতিযোগিতার আয়োজন করার জন্য ফেডারেশনগুলো থেকে কর্মপরিকল্পনা ও বাজেট দেওয়া হয়েছে। এই উপলক্ষ্যকে সামনে রেখে বিশেষ ক্রীড়া ক্যালেন্ডারও প্রণয়ন করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে থাকবে ৩৬টি আন্তর্জাতিক এবং ৪৮টি জাতীয় প্রতিযোগিতার আয়োজন। আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, হ্যান্ডবল ও শুটিংকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু সাফ ফুটবল, বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়ের আশায় বাংলাদেশ, প্রতিপক্ষ দ.আফ্রিকা

সংবাদটি শেয়ার করুন