ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে বাংলাদেশ দল

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই তার সংস্পর্শে আসা ৯ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে আইসোলেশনে নেয়া হয়। তবে বৃহস্পতিবার জানা গিয়েছিল যে, নতুন করে কারো করোনা পজিটিভ রিপোর্ট আসেনি।

কিন্তু অতিরিক্ত সতর্কতা হিসেবে ২১শে ডিসেম্বর পর্যন্ত পুরো বাংলাদেশ দলকেই আইসোলেশনে থাকতে হচ্ছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দলের নির্বাচক আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক বলেন, ২১শে ডিসেম্বর পর্যন্ত স্ট্রিক্ট আইসোলেশনে থাকতে হবে পুরো দলকে। এর মধ্যে যে কোনো ধরনের প্র্যাকটিস, আউটিং এবং জিম করা বন্ধ। স্পেশাল সিকিউরিটির অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। তবে সুখবর হচ্ছে, বাংলাদেশ দলে নতুন করে পজিটিভ হওয়ার কোনো খবর নেই।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন