ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক টেস্টে ঐতিহাসিক হার

ইন্দোরে লাল বলের টেস্টের পর এবার ইডেনে গোলাপি বলের টেস্টেও লজ্জার পরাজয়ের স্বাদ পায় টাইগারভক্তরা। কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারালো স্বাগতিক ভারত। এই নিয়ে রেকর্ড টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জিতল ভারত।

টস জিতে প্রথমবারের মত গোলাপি বলের প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশ, কিন্তু ব্যাটসম্যানরা ধৈর্য্যের পরীক্ষা দিতে পারেননি বলেই ১০৬ রানে অলআউট হয়। জবাবে অধিনায়ক কোহলির ১৩৬ রানে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে ভারত। ফলে প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে ৪১ ওভার ব্যাট করে টাইগাররা। তৃতীয় দিন খেলা শুরুর পর ৪৭ মিনিট ক্রিজে টিকতে পারে বাংলাদেশ।

এই ইনিংসে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৭৪, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ আহত অবসর, আল-আমিন ২১ ও মেহেদি হাসান মিরাজ ১৯ রান করেন। ভারতের উমেশ ৫টি ও ইশান্ত ৪টি উইকেট নেন।

টেস্ট মর্যাদা পাওয়ার দীর্ঘ সময় পর প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেয়ে টেস্টে নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। তাতে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ঘরে আপাতত ‘শূন্য’ পয়েন্ট নিয়ে ফিরেছেন বাংলাদেশ।

সাদা পোশাকে টানা দুই ইনিংস ব্যবধানে হারই কেবল প্রসঙ্গ নয়। ইন্দোর টেস্ট তিন দিনে আর ইডেন টেস্ট আড়াই দিনে হারায় বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেটের কঙ্কালও। তাও বোলাররা  মাঝেমধ্যে একটু-আধটু ঝলক দেখিয়েছেন। কিন্তু ব্যাটসম্যানরা ছিলেন একেবারেই উপায়হীন শিশুর মত।

 

আনন্দবাজার/এম.কে

 

সংবাদটি শেয়ার করুন