দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ রানে ও ইনিংস ব্যবধানে হারাল স্বাগতিক অস্ট্রেলিয়া। চতুর্থ দিন দাঁতে দাঁত চেপে ব্যাটিং করে বাবর আজম সেঞ্চুরি তুলে নিলেও হার এড়াতে পারেনি সফরকারীরা। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রিসবেনে টস জিতে আগে ব্যটিং করে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ৫৮০ রান তোলে অস্ট্রেলিয়া। ফলে ৩৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে সফরকারী পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক আর পেট কামিন্স এর অসাধারণ বোলিং ৩ উইকেট হারিয়ে ৬৪ রানে তৃতীয় দিন শেষ করে পাকিস্তান। চতুর্থ (আজ) দিনে ব্যাটিং করতে নেমে শুরুতে শান মাসুদ (৪২) ও ইফতেকার (০) এর উইকেট হারিয়ে বিপাকে পরে পাকিস্তান।
তবে ষষ্ঠ উইকেট দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজোয়ান। এরপর তারা দুজন মিলে ১৩২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। সেঞ্চুরির পরপরই ১০৪ রান করেই আউট হন বাবর।
বাবর আযমের পর রিজোয়ান এবং ইয়াসির শাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রিজোয়ান ৯৫ রানে ও ইয়াসির শাহ ৪২ রানে বিদায় নেয়ার পর আর কেউ মাঠে রান না পাওয়ায় ৫ রান ও ইনিংস ব্যবধানে হারতে হয় পাকিস্তানকে।
আগামী ২৯ নভেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার-পাকিস্তানের দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে।
আনন্দবাজার /এম.কে