বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছিল। তবু মাঠে গড়িয়েছিল ৫৭ ওভার। কিন্তু আজ ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির লুকোচুরির মাঝে মাত্র ৬.২ ওভার তথা ৩৮ বল খেলা হলো। আজ দুপুর ৩টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজকের খেলা।
গতকাল শনিবার ম্যাচের প্রথম দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। আজ বৃষ্টির কারণে দুপুর ১২টা ৫০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি। তবে খেলা শুরু হওয়ার ৩১ মিনিটের মধ্যেই ফের বন্ধ করে দেয়া হয় খেলা।
তবে এর মধ্যেই ৬.২ ওভার খেলে ২৭ রান যোগ করেছে পাকিস্তান। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮৮ রান।
আগামীকাল ম্যাচের তৃতীয় দিন ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।
আনন্দবাজার/ টি এস পি