ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের দ্বারপ্রান্তে এসে দিন শেষ পাকিস্তানের

পঞ্চম দিনে গড়ালো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। যেখানে জয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে পাকিস্তান। জয়ের জন্য পাকিস্তানের দরকার আর মাত্র ৯৩ রান, হাতে রয়েছে পুরো দশ উইকেট। আগামীকাল মঙ্গলবার ম্যাচের শেষ দিন জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশ দলকে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মাত্র ৪ রানে শেষের ৪ উইকেট পড়েছে। প্রথম ইনিংসের ৪৪ লিডসহ পাকিস্তানের সামনে লক্ষ্য ২০২ রান। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ১০৯ রান।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশী বোলারদের কঠিন পরীক্ষাই নিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। মাত্র ৩৩ ওভারেই ১০৯ রান করে ফেলেছে এই ওপেনিং জুটি।

দিনের খেলা শেষে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবিদ আলি ১০৫ বলে ৫৬ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে ৯৫ বল খেলে ৫৩ রান করেছেন আরেক ওপেনার শফিক। এই দুই ওপেনিং জুটিতে সহজ জয়ের পথেই রয়েছে পাকিস্তান।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন