চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন দাস আর মুশফিক আনবিটেন ৮২ রানে।
শুরু থেকে দুই ওপেনার সাদমান আর সাইফের ব্যাটে ভালোই বল আসছিল। ৫ম ওভারেই ১২ বলে ১৪ করে ফিরে যান সাইফ। কিছুক্ষণ পরই ফিরেছেন সাদমানও। হাসান আলীর বলে আউট হওয়ার আগে ওর ব্যাট থেকেও আসে ১৪।
ওয়ান ডাউনে নামা নাজমুল শান্তও দুই ওপেনারের মতো আউট হয়েছে ঐ ১৪ রানেই খেলেছেন ৩৭টা বল।দলীয় ৪৯ রানেই পড়ে যায় টাইগারদের ৪ উইকেট। টেস্ট স্পেসালিস্ট, ক্যাপ্টেন মুমিনুল হক সাদাব খানের বলে আউট হয়েছেন মাত্র ৬ রান করে।
এরপর মুশফিক লিটনের পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাড়ায় বাংলাদেশ। দলীয় রান ৪৯ থেকে ২৫৩তে নিয়ে আসে এই জুটি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে লিটন দাশ অপরাজিত আছেন ১১৩ রানে, মুশফিকের সংগ্রহ ৮২। আলো স্বল্পতার কারণে ৫ ওভার বাকী থাকতেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।
আনন্দবাজার/এজে