ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

ইংল্যান্ডের ক্রিকেট বিষয়ক সাময়িকী উইজডেনকে ক্রিকেটের বাইবেল বলা হয়। সম্প্রতি বিশ্বসেরা ওয়ানডে ও টেস্ট দল নির্বাচন করেছে সাময়িকীটি। সেখানে ওয়ানডে একাদশে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন।

উইজডেন বর্তমান সময়ে খেলছেন এমন ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে। টেস্ট ও ওয়ানডে উভয় দলেই সুযোগ পেয়েছেন দুই জন ক্রিকেটার। তারা হচ্ছেন, ভারতের রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরা।

দুই ফরম্যাটে উইজডেনের সেরা একাদশ :

ওয়ানডে দল : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, বাবর আজম, লোকেশ রাহুল, সাকিব আল হাসান, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা ও জাসপ্রিত বুমরাহ।

টেস্ট দল : রোহিত শর্মা, মার্নাস লাবুশেন, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসন ও জাসপ্রিত বুমরাহ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন