জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে মাহমুদউল্লাহ নিজেই টেস্টে অবসরের কথা সতীর্থদের অবগত করেন। তবে সেই অবসরটা ছিল আন-অফিসিয়ালি। আর আজ (বুধবার) আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি।
নিজের অবসর নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যে ফরম্যাটে আমি দীর্ঘদিন ধরে ছিলাম সেটা ছেড়ে দেওয়া সহজ নয়। আমি সবসময়ই উচুঁতে যাওয়ার কথা ভেবেছিলাম এবং আমি বিশ্বাস করি এটাই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’
তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ-পাণ্ডবের অন্যতম সেরা ক্রিকেটার বলেন, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’
উল্লেখ্য, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিগায়ে টেস্ট ম্যাচে খেলতে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ক্রমান্নয়ে দেশের হয়ে ২০০টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ৫ সেঞ্চুরি এবং ১৬ ফিফটির সুবাদে ব্যাট হাতে করেছেন ২৯১৪ রান।
আনন্দবাজার/এম.আর