২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মতো তারকারা।
উল্লেখযোগ্য হিসেবে আছেন জর্জিনিয়ো, কিলিয়ান এমবাপ্পে, গোলমেশিন রবের্ত লেভানদোভস্কিও এবং করিম বেনজেমার মতো তারকারা।
এই পুরস্কার দেওয়া হবে ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায়।
মনোনয়ন প্রাপ্ত ১১ জনের তালিকা :
করিম বেনজেমা, কেভিন ডে ব্রুইনে, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হলান্ড, জর্জিনিয়ো, এনগোলো কঁতে, রবের্ত লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, নেইমার ও মোহামেদ সালাহ।
ছেলেদের সেরা কোচ :
রবার্তো মানচিনি, ইয়ুর্গেন ক্লপ, আন্তোনিও কন্তে, হানসি ফ্লিক, পেপ গার্দিওলা, লিওনেল স্কালোনি, দিয়েগো সিমিওনে ও টমাস টুখেল।
ছেলেদের সেরা গোলকিপার :
আলিসন বেকার, এদুয়ার্দ মেন্দি, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ম্যানুয়েল নয়্যার ও ক্যাসপার স্মাইকেল।
মেয়েদের সেরা খেলোয়াড় :
পেরনিল হার্ডার, স্যাম কের, লুসি ব্রোঞ্জ, আইতানা বোনমাতি, স্টিনা ব্ল্যাকস্টিনাস, মাগদালেনা এরিকসন, জেনিফার এর্মোসো, এলেন হোয়াইট, ক্যারোলিন গ্রাহাম-হানসেন, জি সো-ইয়ুন, আলেক্সিয়া পুতেয়াস, ভিভিয়ান্নে মিয়েদামা ও ক্রিস্টিন সিনক্লেয়ার।
আনন্দবাজার/ টি এস পি