তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সোমবার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইতোমধ্যেই সিরিজ হেরে বসেছে টাইগার বাহিনী। আজকে হারলে ‘হোম অব ক্রিকেটে’ পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে।
এর আগে গত দুই ম্যাচে টাইগারের পারফর্মেন্স, বিশেষ করে ব্যাটিং ছিল খুবই জঘন্য। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা করলেও দ্বিতীয় ম্যাচে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের আজকের ম্যাচে একাদশে এসেছে একাধিক পরিবর্তন।
বাংলাদেশের একাদশ :
নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ :
বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদি, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
আনন্দবাজার/ টি এস পি