ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরখাস্ত হলেন টটেনহ্যাম কোচ পচেত্তিনো

কোচ মারিসিও পচেত্তিনোর হাত ধরেই ২০১৮-১৯ মৌসুমে ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলো ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। এরপর সেরা কোচদের তালিকায় চলে এসেছিলেন এই আর্জেন্টাইন। অথচ চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে এসে দলের বাজে পারফরমেন্সের জন্য বরখাস্ত হলেন পচেত্তিনো।

২০১৪ সালের মে মাসে টটেনহ্যামের দায়িত্ব নেন পচেত্তিনো। কিন্তু চলতি মৌসুমে লিগে টটেনহ্যামের দুঃসময় যেন কাটছেই না। প্রথম ১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান ১৪তম। মূলত লিগের ফর্মের কারণেই লন্ডনের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে ইতি ঘটল ৪৭ বছরের এই কোচের।

গত ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচটা হয়ে থাকল টটেনহামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ। তবে কোচ মারিসিও পচেত্তিনোর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে গোলডটকম।

টটেনহ্যাম হটস্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। হেড কোচের সঙ্গে তাই ছেড়ে দেয়া হয়েছে কোচিং স্টাফের অন্য সদস্যদেরও।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন