ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে মিলবে পাকিস্তান সিরিজের টিকিট

কাল থেকে মিলবে পাকিস্তান সিরিজের টিকিট

অবশেষে মাঠে ফিরতে যাচ্ছে দর্শক, পাকিস্তান সিরিজের টিকিট মিলবে বৃহস্পতিবার থেকে। বিভিন্ন শ্রেণিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা। অনলাইনে নয়, টিকিট কিনতে হবে বিসিবির নির্দিষ্ট বুথ থেকে।

সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা অব্দি মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে সংগ্রহ করতে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট। তবে রয়েছে শর্ত; ১৮ বছরের উর্ধ্বে হলে থাকতে হবে করোনা টিকার দুই ডোজ নেয়ার সনদপত্র। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় দর্শকদের করোনা টিকা নেয়ার সনদপত্র দেখাতে হবে।

গ্রান্ড স্ট্যান্ড থেকে খেলা দেখতে হলে সর্বোচ্চ ১০০০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে, ভিআইপি স্ট্যান্ডে টিকিটের মূল্য ৫০০ টাকা। সর্বনিম্ন ১০০ টাকায় মিলবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট; ১৫০ টাকায় সাউদার্ন বা নর্দান এবং ৩০০ টাকায় মিলবে ক্লাব হাউজের টিকিট।

আনন্দবাজার/এজে

সংবাদটি শেয়ার করুন