পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার বিকেলে, বিসিবিতে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
দলে নেই তিন সিনিয়র। ইনজুরিতে সাকিব, তামিম। বিশ্রামে মুশফিক। বাদ পড়েছেন সৌম্য, লিটন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আকবর আলী ও শহীদুল ইসলাম। এছাড়াও দলে রাখা হয়েছে সাইফ হাসান, নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব ও ইয়াসির রাব্বিকে।
দলটা এমনই হবে আঁচ করা গিয়েছিল আগেই। তবে প্রধান নির্বাচক বললেন মুশফিক বাদ নয় বরং পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে এই সিরিজেই তাকে দেয়া হয়েছে বিশ্রাম। ইনজুরিতে তামিম খেলেননি বিশ্বকাপ। খেলবেন না এই সিরিজেও। একই কারণে নেই দলের সেরা তারকা সাকিব আর পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে বড় চমক টেস্ট থেকে সরাসরি টি-টোয়েন্টি দলে ঢুকে পড়া সাইফ হাসান। সোহান ইনজুরিতে পড়লে উইকেটের পেছনেও দাড়াতে হবে আকবরকে। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা ইয়াসির আলী রাব্বি সুযোগ পেয়েছেন, তার সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি দলে অলরাউন্ডার শহিদুল ইসলামের জায়গা হয়েছে। বিশ্বকাপে স্ট্যান্ডবাই থাকা আমিনুল ইসলাম বিপ্লব এবার ফিরেছেন মূল দলে।
স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বী, শহিদুল ইসলাম, আকবর আলী।
আনন্দবাজার/এজে