শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া বিশ্বকাপের দিনক্ষণ

সদ্য সমাপ্তিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে অজিরা। ইতোমধ্যে আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।

ইএসপিএনক্রিকইফো খবরে জানায়, ২০২২ সালের ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নভেম্বরের ৯ ও ১০ তারিখে যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেড ওভালে হবে দুটি সেমিফাইনাল। এবং ১৩ নভেম্বর ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। বিশ্বকাপের আসরে থাকছে মোট ৪৫টি ম্যাচ।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পারথ ও সিডনিতে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্সআপ নিউজিল্যান্ডের সাথে সরাসরি সুপার টুয়েলভে খেলবে ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব খেলতে হবে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে। নামিবিয়া ও স্কটল্যান্ডকেও প্রথম রাউন্ডে খেলতে হবে। প্রথম রাউন্ডের বাকি চারটি দল আসবে বাছাই পর্বের দুইটি টুর্নামেন্ট থেকে। একটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে ওমানে, অপরটি হবে জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  আজকের খেলার সূচি

সংবাদটি শেয়ার করুন