ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ অনিশ্চিত পর্তুগালের

বিশ্বকাপের টিকিট পেতে রোনালদোর পর্তুগালের মাত্র একটি পয়েন্টের প্রয়োজন ছিলো। তবে সেটা আর হলো না। সার্বিয়ার কাছে হেরে এখন বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগিজদের।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই রেনাতো সানচেজের গোলে এগিয়ে যায় পর্তুগাল। পরে সার্বিয়ার দুসান তাদিক ম্যাচের সমতা ফেরান। তখন ধরে নেয়া হচ্ছিল ড্র হতে যাচ্ছে ম্যাচটি। তবে তখনও নাটকীয়তা বাকি। ম্যাচের শেষ মিনিটে অঘটনের শিকার হয় পর্তুগিজরা। শেষ মিনিটে গোল করে বসেন বদলি হিসেবে মাঠে নামা ফুলহ্যামের স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ। ফলে পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত করে দিয়ে ফাইনালে উঠে যায় সার্বিয়া।

তবে এখনও পর্তুগালের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। কাতার বিশ্বকাপের টিকিট পেতে হলে এখন প্লে-অফে খেলতে হবে তাদের।

২০১৩ সালের অক্টোবরের পর ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে কখনো হারেনি পর্তুগাল। এই হারের মধ্য দিয়ে এবার সেই পথ চলার পথে ছেদ পড়ল।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন