সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন পেসার শাহাদাত হোসেন রাজিব। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাতীয় লিগের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় দিনে আরাফাত সানি জুনিয়রকে লাঞ্ছিত করেন শাহাদাত। ম্যাচ চলাকালীন আরাফাত সানিকে বল ঘষে দিতে বলেন শাহাদাত, সানি অস্বীকৃতি জানালে রেগে যান তিনি।
এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে সানিকে কষে চড় দেন শাহাদত। এ সময় শাহাদাত সানিকে লাথি মেরেছেন বলেও জানা গেছে।
বাকি সতীর্থরা চেষ্টা করেও শাহাদাতকে থামাতে পারেননি। ঘটনার পর বিসিবির কাছে রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। পরবর্তীতে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে শাহাদাতের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে নিজের দোষ শিকার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়।
আনন্দবাজার/ডব্লিউ এস