ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের নিউজিল্যান্ড সফর চূড়ান্ত

ঘরের মাঠে সামনে পাকিস্তান সিরিজ। এরই মধ্যে জানা গেল জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করতে চলেছে টাইগাররা।

ঘরের মাঠে সামনে পাকিস্তান সিরিজ। এরই মধ্যে জানা গেল জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করতে চলেছে টাইগাররা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জানুয়ারির শুরুর দিকেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। অর্থ্যাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হবে ৮ ডিসেম্বর। এর পরই নিউজিল্যান্ডে উড়াল দিতে হবে ক্রিকেটারদের। সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিন নীতি মানতে হবে টাইগারদের। এরপর ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট, মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এখানে টেস্ট খেলবে তারা এবারই প্রথম। ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলে আসছে নিয়মিতই।

এদিকে নিউজিল্যান্ডের মৌসুম সাধারণত শুরু হয় ডিসেম্বর থেকে। কিন্তু বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দল ভারত সফর করতে যাবে। সেখান থেকে করোনার কারণে কোয়ারেন্টাইন বিধি পালন করতে গিয়ে তাদের নতুন মৌসুম শুরু করতে বেশ বিলম্ব হয়ে যাবে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করার পরই কিউইরা দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে এবং তাদের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন