ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এলপিএলে খেলার অনুমতি পাবেন না মিঠুন-তাসকিনরা!

এলপিএলে খেলার অনুমতি পাবেন না মিঠুন-তাসকিনরা!

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর আগামী আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার- তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম। তবে বিসিবির বাধ্যবাধকতায় তাদের এলপিএলে খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি।

আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে এলপিএলের পরবর্তী সিজন। তবে ওই সময়েই বাংলাদেশে চলবে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিএসএল)। পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড সফর। এই দুই কারণেই সম্ভবত এই পাঁচ ক্রিকেটার এলপিএলে খেলার অনুমতি নাও পেতে পারেন।

এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, ৫ দলের আসর এলপিএলে কলম্বো স্টার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেন। ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন উইকেটকিপার–ব্যাটসম্যান মিঠুন, স্পিনার নাজমুল ইসলাম ও বাঁহাতি পেসার মেহেদী। এবারের এলপিএলে আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৪০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন