ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালের দৌড়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

ফাইনালের দৌড়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

চলতি ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১’-এর আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে হারলেই ব্যাগ গুছিয়ে ধরতে হবে দেশের বিমান আর জিতলেই শিরোপার জন্য লড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। অবশ্য পাকিস্তানকে ফেবারিট মানছেন অস্ট্রেলিয়াও তবে তাদের লক্ষ্যও ফাইনাল।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুইবার ফাইনাল খেলেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ২০০৭ সালে প্রথমবার এবং পরের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে। একবার চ্যাম্পিয়নও হয়েছে পাকিস্তান। এবার তৃতীয়বারের মতো ফাইনালের হাতছানি বাবর আজম বাহিনীর সামনে।

তবে অপরাজিত এবং আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে এবার ‘বুড়ো দল’ খ্যাত অভিজ্ঞ অস্ট্রেলিয়া। আইসিসির সবধরনের ইভেন্টের ট্রফি থাকলেও এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের রুপালি শিরোপাটা উঁচিয়ে ধরা হয়নি অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে রয়েছে সেই শূন্যতা পুরণের আরেকটি সুযোগ। আজকে জিততে পারলেই দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার স্বাদ গ্রহণ করবে অজি বাহিনী।

খেলোয়াড়দের বাড়তি চাপ না নিয়ে যেভাবে আসরের শুরু থেকে খেলে আসছে সেভাবেই খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা।

তিনি বলেন, এখন পর্যন্ত পাকিস্তান দল সত্যি ভালো করেছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আমাদের অভিভূত করেছে। আমি মনে করি না অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বাবর আজমের ভিন্ন কিছু করার প্রয়োজন আছে। দলের উচিত কেবল উজ্জীবিত থাকা এবং ভয়ডরহীন খেলে যাওয়া। পুরো জাতির দোয়া তোমাদের সঙ্গে আছে।

এদিকে, শক্তিশালী পাকিস্তানকে হারাতে হলে, ভালো খেলা ছাড়া কোন উপায় নেই বলে জানান ওয়ার্নার। তিনি বলেন, শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে আমাদের। সুপার টুয়েলভে কেমন করেছে পাকিস্তান, তা সকলেই জানে। তাই ফাইনালে খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে আমাদের।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন