শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। দল পেয়েছেন ব্যাটিংয়ের কারণে সমালোচনার শিকার মোহাম্মদ মিঠুনও।
গতকাল মঙ্গলবার লঙ্কান প্রিমিয়ার লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশি তিন পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন এবং মেহেদী হাসান রানা। এছাড়া দল পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মিঠুন, অপু ও রানাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ারিয়র্স। এবং কলম্বো স্টার্সের হয়ে খেলবেন তাসকিন ও আল-আমিন।
তাসকিন এবং আল-আমিনকে বিদেশি গোল্ড-বি ক্যাটাগরি থেকে দলে নিয়েছে কলম্বো। অন্যদিকে, মিঠুনকে বিদেশি গোল্ড-এ ক্যাটাগরি থেকে কিনেছে ক্যান্ডি। বিদেশি গোল্ড-বি ক্যাটাগরিতে ছিলেন অপু এবং রানা।
আগামী ৫ ডিসেম্বর শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠবে। যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
আনন্দবাজার/ টি এস পি