ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারিতে ফিরবে দর্শক

মহামারী করোনাভাইরাসের প্রকোপে প্রায় ২১ মাস ধরে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে। চলতি বছরের জানুয়ারিতে মাঠে ফিরেছে ক্রিকেট। তবে ফেরানো হয়নি দর্শক। আসন্ন পাকিস্তান সিরিজে দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে ফিরতে পারে দর্শক। সেক্ষেত্রে রয়েছে শর্ত। মাঠে বসে খেলা দেখতে হলে করোনা ভ্যাকসিনের দুই ডোজই গ্রহণ করতে হবে দর্শকদের। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এ তথ্য জানান।

গত বছরের মার্চ মাসে জিম্বাবুয়ে সিরিজে সর্বশেষ মাঠে বসে খেলা দেখেন দর্শকরা। করোনার কারণে এর পরই সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। জানুয়ারিতে ক্রিকেট ফিরলেও মাঠে দর্শক ফেরানো হয়নি। আসন্ন সিরিজে দর্শক ফিরবে তবে এখনই গ্যালারির সবগুলো আসন ভরিয়ে ফেলা হবে না। প্রবেশ করানো হবে ধারণক্ষমতার অর্ধেক দর্শক। সেই অনুপাতে ছাড়া হবে টিকিটও। এতে টিকিটের জন্য দর্শকদের চিরকালীন যুদ্ধ আরও বেড়ে যাবে।

চলতি মাসের ১৯, ২০ ও ২২ তারিখে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মাঠে দর্শক ফেরাতে এখন শুধুমাত্র সরকারের অনুমতির অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন