ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের আশায় বাংলাদেশ, প্রতিপক্ষ দ.আফ্রিকা

জয়ের আশায় বাংলাদেশ, প্রতিপক্ষ দ.আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের খোঁজে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

সমীকরণে টুর্নামেন্টে তিন খেলায় তিনটিতেই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় টাইগাররা। যদিও গাণিতিকভাবে মাহমুদউল্লাহ বাহিনীর শেষ চারে ওঠার সুযোগ এখনও রয়েছে। এর জন্য প্রয়োজন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়।

তবে এমন অবস্থায় বাংলাদেশের ওপর বড় ধাক্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে, সাকিবের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারীর জন্য। টাইগার অলরাউন্ডারের জায়গায় একাদশে প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছেন শামীম।

অপরদিকে সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া সাউথ আফ্রিকা।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও রুবেল হোসেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন