রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণায় এমনটিই দেখা যায়। শধু তাই নয় এ সফরে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই। ঘোষিত এই স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণায় এমনটিই দেখা যায়। শধু তাই নয় এ সফরে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই। ঘোষিত এই স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

দেখা যাচ্ছে, নিউজিল্যান্ড আলাদাভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড বিশ্বকাপের পুরো স্কোয়াডকে খেলালেও তারা বাংলাদেশ ও পাকিস্তান সফরে তাদের কাউকেই পাঠাচ্ছে না।

অস্ট্রেলিয়া সিরিজের পরপরই কম সময়ের ব্যবধানে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী ২৪শে আগস্ট বাংলাদেশে আসবে টিম নিউজিল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ই সেপ্টেম্বর।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড শুধুই মেসির

সংবাদটি শেয়ার করুন