ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তবে, ব্রাসিলিয়ায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে লিওনেল মেসিকে নিয়ে। প্যারাগুয়ের বিপক্ষে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে, আলেহান্দ্রো পাপু গোমেজ খেলবেন মেসির জায়গায়!

কিন্তু ম্যাচে আর্জেন্টিনার মূল একাদশে দেখা গেল দুজনকেই। এদিকে আরেক ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১০ মিনিটে গোল করেন আলেহান্দ্রো গোমেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিলো আর্জেন্টিনার। গোমেজের ক্রস ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান জুনিয় আলনসো। তবে অফসাইডের জন্য গোল পায়নি আর্জেন্টিনা।

কিন্তু, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে চেপে ধরে প্যারাগুয়ে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল লিওনেল স্কালোনির দল।

এ ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন মেসি। আর্জেন্টিনার হয়ে এতদিন সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটি একার দখলে রেখেছিলেন সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। আজকের ম্যাচটি দিয়ে মাচেরানোর রেকর্ডে ভাগ বসালেন মেসি।

অভিষেকেই ম্যাচের ১০ মিনিটে গোল আদায় করে নেন পাপু গোমেজ। এতে অবশ্য আনহেল ডি মারিয়ার অবদানই বেশি। ডান প্রান্ত থেকে দারুণ এক পাস দেন ডি মারিয়া।

এদিকে, চিলির বিপক্ষে হতাশা ছড়িয়েছে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে আর্তুরো ভিদালের আত্মঘাতী গোলের সুবাদে ড্র করেছে অস্কার তাবারেজের দল।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন