বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আবাহনীকে হারাল খেলাঘর

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে শক্তিশালী দল আবাহনী লিমিটেডকে ৮ রানে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল মুশফিকুর রহিমের দল।

বিকেএসপি’র তিন নম্বর মাঠে ম্যাচটি অনুষ্টিত হয়। টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে আবাহনীর সামনে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় খেলাঘর। দলের হয়ে ফিফটি করেন ইমতিয়াজ হোসেন। ৪৬ বলে ৬৬ রান করেন তিনি। ২৫ বলে ৩৩ রান করেন মেহেদী হাসান মিরাজ।

দুটি করে উইকেট নেন আবাহনীর স্পিনার আরাফাত সানি ও মোসাদ্দেক। এবং একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান তামিম।

জবাবে ব্যাট করতে নামে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে আবাহনী। নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত দুজনেই ৪৯ রান করে।

শেষের দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের মন্থর ব্যাটিংয়ের কারণে হার দেখে আবাহনী। ১৯ বলে ২১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন মোসাদ্দেক। অন্যদিকে ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন।

খেলাঘরের পেসার রনি তালুকদার ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্বকাপে বাজে পারফরম্যান্স: পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

সংবাদটি শেয়ার করুন