ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দলে ফিরেছেন নেইমার, ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়

লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাজিল। শনিবার সকালে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জিতল তিতের দল। এই ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন রিচারলিসন ও নেইমার।

ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে জাতীয় দলে ফিরেই দলকে জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমার। একটি গোল করেছেন নেইমার এবং অন্যটি করিয়েছেন রিচার্লিসনকে দিয়ে। যেখানে ছিল নেইমারের বড় অবদান।

ঘরের মাঠে গোল পেতে বেগ পেতে হয়েছে ব্রাজিলকে। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় এসে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। এবং দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। এখন পর্যন্ত বাছাইয়ের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন