ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা প্রত্যেকেই লংকা যাবে। এরপর সেখান থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরলেন শুভাগত হোম। এছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা ভবিষ্যতের কথা চিন্তা করার পাশাপাশি শ্রীলংকা সফরে সবার প্রস্তুতির কথা মাথায় রেখে এই দল ঘোষণা করেছি। শ্রীলংকা গিয়ে ওয়ার্ম আপ ম্যাচ খেলার পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

দলে নতুন তিন পেসার শহিদুল, শরিফুল ও মুগ্ধর ব্যাপারে তিনি জানান, এই তিনজন আমাদের এইচপি দলে ছিল এবং তারা সেখানে খুবই ভালো করেছে। বিশেষ করে শহিদুল এবং মুগ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছে। তাদেরকে আমরা ভবিষ্যতের জন্য ভাবছি। প্রত্যেকেই যথেষ্ট প্রতিভাবান।

শুভাগতকে অন্তর্ভূক্ত করার ব্যাপারে নান্নু জানান, বেশ লম্বা সময় পর শুভাগত স্কোয়াডে ফিরেছে। সে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে অন্তর্ভূক্ত করেছি।

বাংলাদেশের স্কোয়াড:

মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নায়েম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন