গত শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। এবার সপ্তাহ পেরুনোর আগেই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন শচিন।
মার্চ মাসে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়ে সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচিন। এরপর একে একে ইউসুফ পাঠান, সুব্রিমানিয়াম বদ্রিনাথ এবং ইরফান পাঠানও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট জানিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা টুইট করেছেন শচিন। যেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে দোয়ার জন্য ধন্যবাদ। ডাক্তারি পরামর্শ আরও ভালোভাবে পেতে বাড়তি সাবধানতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি আমি। আশা করি খুব দ্রুতই বাড়ি ফিরতে পারব আমি।’
আজ (২ এপ্রিল) ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি। ২০১১ সালের আজকের তারিখেই শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই স্মৃতি মনে করে সবাইকে অভিনন্দন জানিয়েছেন শচিন, ‘সব ভারতীয় নাগরিক এবং আমার সতীর্থকে বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন।’
আনন্দবাজার/শহক