শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ার সেরা দশ ইয়াং লিডারের তালিকায় মাশরাফী

এশিয়ার সেরা দশ ইয়াং লিডারের তালিকায় স্থান পেয়েছেন ক্রিকেটার-রাজনীতিবিদ মাশরাফী বিন মোর্ত্তজা মাশরাফী। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ এলাকায় দারিদ্র্য দূরীকরণ ও ক্রীড়া প্রশিক্ষণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় ইয়াং গ্লোবাল লিডার্সের ঐ তালিকায় স্থান পেয়েছেন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজ নির্বাচনী এলাকা নড়াইলের উন্নয়নে তার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। আর তাই তো পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি।

সুইস সরকারের তত্ত্বাবধানে জেনেভা ভিত্তিক ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় জায়গা করে নিলেন মাশরাফি। দক্ষিণ এশিয়ার বাকি ৯ সদস্যের মধ্যে ৭ জন ভারত এবং ১ জন করে পাকিস্তান ও নেপাল থেকে নির্বাচিত হয়েছেন।

রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, মিডিয়া এবং কলায় বিশেষ অর্জন আর অবদান রাখা অনূর্ধ্ব-৩৮ বছর বয়সী ব্যক্তিদের প্রতি বছর এই সম্মাননা দেয় ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স।

৩৭ বছর ১৫৬ দিন বয়সী মাশরাফীকে এ তালিকায় রাখার বড় কারণ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, কর্মসংস্থান, ক্রীড়া প্রশিক্ষণ এবং চিত্রা নদী এলাকায় পর্যটনের পরিবেশ তৈরি সহ ৬টি লক্ষ্য সামনে রেখে মাশরাফীর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। দারিদ্র্য দূরীকরণ এবং আধুনিক নড়াইল তৈরিতে সচেষ্ট ম্যাশ। করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নেয়ার পাশাপাশি কোভিড নাইন্টিন টেস্টিং বুথ চালু করেছিলেন তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না মাশরাফী

সংবাদটি শেয়ার করুন