ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোমাঞ্চকর যুদ্ধে মাঠে নামছে ম্যান সিটি-লিভারপুল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডেতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। চলতি মৌসুমে টেবিলের শীর্ষস্থান দখলে অল রেডদের বিপরীতে বর্তমান চ্যাম্পিয়ন সিটি রয়েছে টেবিলের চার নম্বরে। বলা যায় একটা রোমাঞ্চকার যুদ্ধের অপেক্ষা করছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য।

রবিবার রাত সাড়ে দশটায় ঘরের মাঠ অ্যানফিল্ডে সিটিজেনদের বিপক্ষে মাঠে নামবে কোচ য়ুর্গেন ক্লপের দল। গত মৌসুমে অ্যানফিল্ডে গোলশূন্য ড্রয়ের পর সিটির মাঠে ২-১ গোলে হেরেছিল ফলে ওই মৌসুমে মাত্রই ১ পয়েন্টের জন্য শিরোপা হারিয়েছিল লিভারপুল।

সিটির বিপক্ষে ২০০৩ সালের পর অ্যানফিল্ডে আর হারের মুখ দেখেনি অল রেডরা। আর গার্দিওলার নেতৃত্বেও জয় আসেনি সিটিজেনদের। এছড়াও চলতি মৌসুমি এখন পর্যন্ত লিগের হার দেখেনি লিভারপুল।

গত মৌসুমে এই লিভারপুল থেকেই সাত পয়েন্টে পিছিয়ে ছিল সিটি। সেখান থেকে দারুণভাবে ফিরেই লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা।

তবে শুরুতে টেবিলের দুই নম্বরে অবস্থান হলেও মৌসুমের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। শুরুতে দুই ম্যাচ হেরে লিভারপুল থেকে ৬ পয়েন্ট পিছিয়ে তাই শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে জয় চাই পেপ গার্দিওলা শিষ্যদের।

বিশ্বের ফুটবল প্রেমীরা মনে করছেন এ ম্যাচটাই নির্ধারণ করে দিবে কার ঘরে যাচ্ছে এই মৌসুমের ট্রফি। এমন ম্যাচে অ্যালিসন বেকারের অনুপস্থিতি ক্লপের জন্য হতাশার খবর। ম্যাচটা যতটা না লিগ শিরোপা নির্ধারণী ততটাই মর্যাদার লড়াই অল রেডদের জন্য।

আনন্দবাজার/খলিফা

সংবাদটি শেয়ার করুন