ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে আজ রবিবার নাগপুরের অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে দু’দল।
সিরিজ নির্ধারণী এই ম্যাচ জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে কোনো সফরকারী দল। এজন্য আজকের ম্যাচটি জিততে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেতে চায় টাইগাররা।
দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। এই জয়টি বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয় ধরা হয়। কারণ এর আগে ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে তিন ফরম্যাটে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।
রাজকোটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু রোহিত বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরে ভারত।
ইতিহাস, রেকর্ড, পরিসংখ্যানও ভারতের পক্ষে কথা বলছে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১০ টি-টোয়েন্টিতে ৯ ম্যাচেই জিতেছে তারা। মাত্র ১ টিতে জয় পেয়েছেন টাইগাররা।
তবে এসব আমলে না নিয়ে ইতিহাস গড়তে সর্বোচ্চটা ঢেলে দিতে চায় মাহমুদউল্লাহ-মুশফিকরা। অন্যদিকে সর্বস্ব উজাড় করে খেলতে চান রোহিত-ধাওয়ানরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আলআমিন হোসেন, মোস্তাফিজুর রহমান/শফিউল ইসলাম।
আনন্দবাজার/এম.কে