বুন্দেসলিগায় আজ রাতে জার্মান ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। জার্মানির দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের রয়েছে এক অন্য রকমের উত্তেজনা।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দু’দলের ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২ চ্যানেলে।
টানা সাত মৌসুম ধরে লিগ শিরোপাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত শিরোপাটা থেকে যায় বায়ার্নের ঘরে। তবে সাম্প্রতিক পারফর্ম বিচার করলে আজকের ম্যাচের ফেভারিটের আসনে রয়েছে ডর্টমুন্ড।
চলতি মৌসুমে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে রয়েছ ডর্টমুন্ড। সেক্ষেত্রে আজকে ম্যাচটা জিতলেই শীর্ষস্থানটা দখলে নেবে ডর্টমুন্ড।
অন্যদিকে বাভারিয়ানদের অবস্থান ৫ নম্বরে ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৮। সর্বশেষ ম্যাচ ৫-১ গোলে হারার পর বায়ার্ন কোচ নিকো কোভাচকে সরিয়ে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে কতটুক সামলাতে পারবে এ নিয়ে রয়েছে প্রশ্ন।
আপাতত বাভারিয়ানদের ডাগআউট সামলাচ্ছেন সহকারী কোচ হানসি ফ্লিক। তবে বেশ কয়েকটি নাম শোনা গেলেও এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত করেনি ক্লাবটি।
জার্মান ক্ল্যাসিকো ম্যাচটি দিয়েই জয়ের পথে ফিরতে চাইবে বায়ার্ন। অন্যদিকে বায়ার্নকে চাপে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখলে করতে চাইবে ডর্টমুন্ড।
আনন্দবাজার/এম.কে