বিদায়ী বছর ২০২০ এ ওয়ানডেতে শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের দুইজনই বাংলাদেশের। শুক্রবার (১ জানুয়ারি) ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস।
সেরা পাঁচের প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ২০২০ সালে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। দুটি করে সেঞ্চুরি নিয়ে তালিকার দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে তামিম ইকবাল ও লিটন দাস। ক্রিকেটবিশ্বকে অবাক করে দুটি সেঞ্চুরি নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ওমানের আকিব ইলিয়াস। সমান সেঞ্চুরি নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।
করোনা মহামারির কারণে ২০২০ সালে মার্চের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে টাইগাররা। ওই সিরিজে তিন ম্যাচ খেলেই ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার।
আনন্দবাজার/ডব্লিউ এস