ঢাকা | শনিবার
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছর ফুটবলময় রাখার আশ্বাস দিলেন বাফুফে সভাপতি

বছরের শেষ দিনে ফুটবল নিয়ে আশার বাণী শোনালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে নতুন বছরের বর্ষপঞ্জি দিয়েছেন তিনি। যেখানে প্রিমিয়ার লিগ, প্রীতি ম্যাচ থেকে শুরু করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবল আয়োজন নিয়ে আশা দেখিয়েছেন সালাউদ্দিন।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিন পাতার বর্ষপঞ্জি দেওয়া হয়েছে। এরপরই নিজের আশার কথা শোনান সভাপতি। তিনি বলেন, আমি জাতীয় দলকে অনেক ওপরে দেখতে চাই। ভালো চাই। আপনারা লিখবেন। আমি পরিকল্পনা করব, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এনে দেব। কিন্তু তারা যদি ভালো না খেলে, তাহলে কিছু হবে না। করোনা মহামারীর কারণে ২০২০ সাল ভালো যায়নি। আশা করি, ২০২১ সাল সবার জন্য ভালো বছর হবে।

বর্ষপঞ্জিতে রয়েছে জাতীয় দলের ক্যাম্প, বঙ্গবন্ধু গোল্ড কাপ, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ, আফগানদের বিপক্ষে ম্যাচ ও বিভাগীয় পর্যায়ের ম্যাচ। কিন্তু সব পরিকল্পনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ওপর নির্ভর করবে বলে জানান বাফুফে সভাপতি।

সালাউদ্দিন বলেন, বিশ্বকাপ বাছাইয়ে আমাদের এখনো তিনটা ম্যাচ আছে। ওই ম্যাচগুলোতে দল কোয়ালিফাই করলে পরিকল্পনা একরকম হবে। আর না করলে আরেকরকম হবে। হয়তো ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা হবে।

তিনি আরও জানান, দেখা যায় একই খেলোয়াড় তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগে খেলে। কিন্তু এগুলো একসঙ্গে আয়োজন করলে প্রতিটি দলকে অনেক খেলোয়াড় তুলে আনতে হবে। খেলোয়াড় আনা তাদের দায়িত্ব। এর বাইরে যে লজিস্টিক সাপোর্ট লাগে, সেটা আমরা দেব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন