ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উপহার পেলেন মেসির বিপক্ষে গোল খাওয়া গোলরক্ষকরা

ক’দিন আগেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি ভেঙেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসি। রিয়াল ভায়োলিদের বিপক্ষে গোল করে ৬৪৪ গোলের চূড়ায় পৌঁছান ফুটবল জাদুকর মেসি। অনন্য এই রেকর্ড উদযাপনের অংশ হিসেবে মেসির বিপক্ষে গোল খাওয়া গোলরক্ষকদের বিয়ার উপহার দিলেন মেসি।

মেসির রেকর্ড উদযাপনের সিদ্ধান্ত নেয় বিয়ার প্রস্ততকারক কোম্পানি বুডউইজার। ক্লাব ক্যারিয়ারে মেসি এখন পর্যন্ত যতজন গোলরক্ষকের বিপক্ষে গোল করেছেন, তাদের সবাইকে বড়দিনের উপহার হিসেবে দেয়া হয়েছে বিয়ারের বোতল।

বার্সেলোনার হয়ে ৬৪৪টি গোল করেছেন মেসি। প্রতিপক্ষ হিসেবে ছিলেন ১৬০ জন ভিন্ন ভিন্ন গোলরক্ষক। মেসির বিপক্ষে যে যতোটা গোল খেয়েছেন তাকে ঠিক তত বোতল বিয়ার উপহার দেওয়া হয়েছে। যে গোলরক্ষক মেসির যততম গোল হজম করেছেন, তাকে সেই নম্বর সম্বলিত বোতল দেয়া হয়েছে।

৫১৪ ও ৫১৫ নম্বর লেখা বোতল পেয়েছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। বুডউইজারের দেয়া এ বিশেষ উপহারকে স্বীকৃতি হিসেবেই দেখছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, বিয়ারের জন্য বুডওয়াইজারকে ধন্যবাদ। ৬৪৪ গোল করে রেকর্ড ভাঙার জন্য মেসিকে অভিনন্দন! এটা সত্যিই অবিশ্বাস্য অর্জন।

বিশেষ এই উপহার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন ডিয়োগো আলভেস। ২১টি বিয়ারের বোতল পেয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক ডিয়েগো আলভেস। তার বিপক্ষে ২১টি গোল করেছেন মেসি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন