ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির রেকর্ডের রাতে দারুণ জয় পেলো বার্সা

ভাইয়াদলিদের বিপক্ষে গতকাল মঙ্গলবার রাতে এক গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি। কিংবদন্তি ফুটবলার পেলেকে ছাড়িয়ে এক ক্লাবে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন তিনি। মেসির রেকর্ডের দিনে প্রতিপক্ষের মাঠে ছন্দ খুঁজে পেয়েছে বার্সেলোনা। দুর্দান্ত খেলে অবনমন অঞ্চলের দল ভাইয়াদলিদের মাঠ থেকে জয় নিয়ে ফিরল রোনাল্ড কোম্যানের দল।

লা লিগায় গতকাল রাতে ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে মেসির দল বার্সেলোনা। এদিন মেসি ছাড়াও গোল পেয়েছেন ক্লেমোঁ লংলে ও মার্টিন ব্রাথওয়েট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। তবে বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ মিস করে অতিথিরা। পুরো ম্যাচে মোট ২১টি শট নেয় বার্সা, যার ১০টি লক্ষ্যে যাওয়ার মতো ছিল।

ম্যাচের ২১ মিনিটে প্রথম এগিয়ে যায় সফরকারীরা। কর্নার থেকে আক্রমণে গিয়ে বাঁ দিক থেকে মেসির দারুণ ক্রসে হেড দিয়ে বার্সাকে এগিয়ে নেন লংলে।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। ডি-বক্সে সের্জিনো দেস্তর বাড়ানো বল হালকা ছোঁয়ায় জালে পাঠিয়ে দেন তিনি।

খেলার ৬৫ মিনিটে অপেক্ষা ফুরায় মেসির। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল পেয়ে প্রথম ছোঁয়ায় স্কোরলাইন ৩-০ করেন মেসি। সেই সাথে হয়ে যায় ইতিহাস। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন আর্জেন্টাইন তারকা মেসি। এখন তার গোল সংখ্যা ৬৪৪টি। এতদিন এই রেকর্ডটি ছিল পেলের। এর আগের ম্যাচে ৬৪৩তম গোল করে পেলেকে স্পর্শ করেছিলেন মেসি। এবার ব্রাজিলের এই কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রেকর্ড গড়লেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

শেষের দিকে রক্ষণ আগলে খেলে ৩-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন